_page-0001%20copy%20-%20Copy.png)
Media Coverage
১৯ আগস্ট ২০২৫

চট্টগ্রাম : আজ বিশ্ব আলোকচিত্র দিবস। দিনটি উপলক্ষে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি
(বিপিএস)-এর উদ্যোগে এবং সারাদেশের প্রায়
৫০টিরও অধিক আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান, সোসাইটি, ক্লাব ও সমমনাদের সহযোগিতায়
দেশব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য ছিল— “দৃশ্যভাষা পড়তে শিখি”।
এরই অংশ হিসেবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি চত্বরে বিকেল ৫টায় বর্ণাঢ্য র্যালি ও মুক্ত আলোচনার আয়োজন করে চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল।
আলো-ছায়ার ভাষা বোঝার এই মহোৎসবে যোগ দেন চট্টগ্রামের অসংখ্য আলোকচিত্রী ও আলোকচিত্রপ্রেমীরা।
মুক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন চিত্রচিন্তার সিনিয়র উপদেষ্টা মউদুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন কানাডা প্রবাসী বিশিষ্ট আলোকচিত্রী মহিউদ্দিন আহমেদ শাহীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রচিন্তার প্রতিষ্ঠাতা সম্পাদক আহমেদ রাসেল। তিনি তাঁর বক্তব্যে বলেন— “আজ বিশ্ব আলোকচিত্র দিবসের সঙ্গে সঙ্গে চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল পাঁচ বছরের পথচলা অতিক্রম করছে। দেশ-বিদেশে সুপরিচিত এই সংগঠন নিয়মিত ফটো ওয়ার্কশপ, ফ্রি ফটোগ্রাফি কোর্স এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে আলোকচিত্রচর্চাকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। ” তিনি চিত্রচিন্তার সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আলোকচিত্রী মুহাম্মদ মনসুরুল আজম।
এছাড়া উপস্থিত ছিলেন আলোকচিত্রী ডা. অনীক চন্দ, ফারুক বিন সাদেক, বিধান চন্দ্র, শহীদ কায়সার, মাহমুদ কাব্য, মাহমুদুল হাসান সুমন, নির্মল দাস বিজয়, ইমরান রহমান, রিটু রায়, ইসমাইল হোসেন।
পিডি/টিসি
২৭ আগস্ট ২০২৫

চট্টগ্রামে সফলভাবে সম্পন্ন হলো চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল আয়োজিত দুই দিনব্যাপী ‘চিত্রচিন্তা প্রথম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী’। নগরীর জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের আলোকচিত্রীদের কাজ স্থান পেয়েছে।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট অনুবাদক ও শিল্প সমালোচক আলম খোরশেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক আলোকচিত্রী মউদুদুল আলম, চিত্র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাস দেবু এবং বরেণ্য আলোকচিত্রী ডা. ইব্রাহীম ইকবাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের প্রতিষ্ঠাতা সম্পাদক আলোকচিত্রী আহমেদ রাসেল এবং প্রদর্শনীর আহ্বায়ক রিজওয়ানুল আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উদ্বোধনী বক্তব্যে আলম খোরশেদ আলোকচিত্রের সার্বজনীন ভাষা এবং দেশে-বিদেশে আলোকচিত্র শিল্পের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ‘আলোকচিত্র ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে সকল মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে সক্ষম। চিত্রচিন্তার এই আয়োজন দেশ-বিদেশের আলোকচিত্রীদের কাজকে একই প্ল্যাটফর্মে এনেছে।’
২১শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে আর্জেন্টিনা, ব্রাজিল, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের আলোকচিত্রীদের পুরস্কারপ্রাপ্ত ও নির্বাচিত কাজ প্রদর্শিত হয়।
দেশি-বিদেশি আলোকচিত্রীদের মনোমুগ্ধকর চিত্রকর্ম দেখতে প্রদর্শনীতে ভিড় জমান চট্টগ্রামের ফটোগ্রাফি প্রেমী ও শিল্পানুরাগীরা। আলোকচিত্রীরা তাদের কাজের মাধ্যমে শিল্প ও বাস্তবতার এক অপূর্ব মেলবন্ধন উপস্থাপন করেন, যা দর্শকদের প্রশংসা কুড়ায়।
সমাপনী দিনে আয়োজকরা সকল অংশগ্রহণকারী, দর্শক এবং শিল্পকর্ম সংগ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন আলোকচিত্রশিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।
চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছে, যাতে আলোকচিত্রীদের সৃজনশীল কাজ বৃহত্তর দর্শকের কাছে পৌঁছানো যায়।
