_page-0001%20copy%20-%20Copy.png)


Affiliated Organization of The Bangladesh Photographic Society
BPS-057/2020

GPU Co-operative Club

.jpeg)
FPC Co-operative Club
চিত্রচিন্তা
চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির ৫৭তম অঙ্গসংগঠন। এছাড়াও এটি আন্তর্জাতিক আলোকচিত্র সংগঠন গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়ন (GPU) এবং তুরস্কভিত্তিক ফটোগ্রাম ফটো ক্লাবের সহযোগী সংগঠনের মর্যাদা অর্জন করেছে।
২০২০ সালের ১৯ আগস্ট, বিশ্ব আলোকচিত্র দিবসে, কোভিডকালীন সময়ের এক সংকটময় প্রেক্ষাপটে চিত্রচিন্তার যাত্রা শুরু হয়। এর সূচনার মূল উদ্দেশ্য ছিল আলোকচিত্র বিষয়ক প্রবন্ধ ও গবেষণা প্রকাশ, এবং প্রয়াত পথিকৃৎ আলোকচিত্রীদের শ্রদ্ধাভরে স্মরণ করা। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চিত্রচিন্তা প্রতি বছর ১৯ আগস্ট একটি বিনামূল্যের ফটো কনটেস্ট আয়োজন করে থাকে।
প্রতিষ্ঠার শুরুর উদ্দেশ্যগুলোকে কেন্দ্র করে, পরবর্তীতে সংগঠনটি একটি পূর্ণাঙ্গ ও সক্রিয় আলোকচিত্র সংগঠন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে এবং সেই লক্ষ্যেই এটি নিরন্তর অগ্রসর হয়ে চলেছে। চিত্রচিন্তার কর্মকাণ্ডের পরিসর এখন বিস্তৃত—আলোকচিত্র প্রশিক্ষণ, প্রদর্শনী, প্রতিযোগিতা, জার্নাল প্রকাশ, ফটোওয়াক ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম এর অংশ।
চিত্রচিন্তা কোনো ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি নিজেকে মহাবিশ্বের অংশ মনে করে এবং পৃথিবীর সকল আলোকচিত্রীদের সৃজনশীল মহাস্রোতের অংশ হতে চায়।
Chitrachintaa Photographers Circle is the 57th affiliated organization of the Bangladesh Photographic Society. It is also recognized as a cooperating organization of two international photographic bodies—the Global Photographic Union (GPU) and the Turkey-based Fotogram Photo Club.
The journey of Chitrachintaa began on August 19, 2020, World Photography Day, in the midst of the COVID-19 pandemic. The founding intention was to focus on writing and research related to photography and to honor the memory of legendary photographers who paved the way for the art form. To commemorate its foundation day, Chitrachintaa organizes a free photo contest every year on August 19.
Building on these initial goals, the organization gradually expanded its vision to become a full-fledged and active photography collective. Since then, it has been steadily moving forward with dedication and purpose. Its activities now encompass photography training, exhibitions, competitions, journal publications, photowalks, and various other creative initiatives.
Chitrachintaa is not confined by geography—it sees itself as part of the universe. It aspires to become a current in the great global stream of creative photographers around the world.

- আহমেদ রাসেল
- Ahmed Russell
- EFIAP/s, ES.CPE, ECAS, A.CPE, A.NPS, IIG/p
- প্রতিষ্ঠাতা সম্পাদক
"হাজার শব্দও যা ভাল করে বলতে পারে না, একটি মাত্র ছবি তা লহমায় স্পষ্ট করে তুলতে পারে"
"A single picture can express what even a thousand words cannot convey clearly."